বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক পররাষ্ট্র উপদেষ্টা
- By Jamini Roy --
- 17 October, 2024
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের পূর্বের টানাপোড়েন কেটে গেছে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তৌহিদ হোসেন জানান, বিগত সরকারের সময়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মধ্যে কিছু অপ্রয়োজনীয় টানাপোড়েন তৈরি হয়েছিল, যা বর্তমানে কেটে গেছে।
তিনি বলেন, "বিগত সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা আমরা সবাই জানি। অস্বীকার করার কিছু নেই। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর সেই টানাপোড়েন দূর হয়েছে। আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টানাপোড়েন হয়েছিল, সেটি নীতির ব্যত্যয় ছিল। আমরা সেটাকে সঠিকভাবে মেরামত করতে পেরেছি।"
অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে, কোন দেশের সঙ্গে সম্পর্ক সবচেয়ে উষ্ণ এবং কোন দেশের সঙ্গে সবচেয়ে শীতল—এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর না দিলেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়ন নিয়ে কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা এসময় আরও উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতা।